• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে কমিউনিস্ট পার্টির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
শ্রীমঙ্গলে কমিউনিস্ট পার্টির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার পদযাত্রা হয়েছে। ৩০ নভেম্বর শনিবার বিকালে দেববাড়ি এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্রীমঙ্গল শহরের দুইটি সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা এলাকায় পথসভা করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জলি পালের সভাপতিত্বে ও জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন সিপিবি,মৌলভীবাজার জেলা শাখার সহকারি সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড.মো.মাসুক মিয়া, সিপিবি, মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, লেখক, গবেষক আহমদ সিরাজ, উদীচী শিল্পী গোষ্ঠী, মৌলভীবাজার জেলা সংসদ সভাপতি এড.মিজানুর রহমান টিপু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ এবং মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ। সভায় বক্তরা,ফ্যাসিবাদ -দুঃশাসন থেকে জনগণকে মুক্তির লক্ষ্যে জনগণের লড়াই সংগ্রামকে প্রাধান্য দিয়ে বলেন এ অস্বাভাবিক সরকার সকল গণতান্ত্রিক অধিকারকে বিনষ্ট করে দেশের মানুষের জীবন ও জীবিকাকে ধ্বংস করেছে। এ সরকারকে উৎখাত করে মানুষের মুক্তির পথ খুলতে হবে।