• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
মৌলভীবাজারে প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে

 মোঃ তাজুদুর রহমান: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর ও সরকার বাজারের আশপাশ এলাকায় প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে জিবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

০৮ এপ্রিল বুধবার বিকাল ২ ঘটিকায় সভাপতি আসাবুর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর ও সরকার বাজারে বিভিন্ন রাস্তায় যানবাহনে ও বিভিন্ন প্রতিষ্ঠানে জিবাণুনাশক স্প্রে ছিটানো হয়। জীবাণুনাশক স্প্রে ছিটানো উদ্বোধনীকালে উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ-এরশাদুল হক ভূঁইয়া, শেরপুর পুলিশ ফাঁড়ির এ এসআই মোসাহিদ কামাল।

ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাকিম মিয়া, সাধারণ সম্পাদক শিপু আহমেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ ইমরান, আলামিন আহমেদ, হাবিব মিয়া, আকবর মিয়া, সুমন মিয়া প্রমুখ। ক্লাবের সভাপতি আসাবুর রহমান বলেন, দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠন সবসময়ই কার্যক্রম অব্যাহত রাখবে।