• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের বাজার পরিদর্শন

admin
প্রকাশিত মে ১১, ২০২০
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের বাজার পরিদর্শন

কাইয়ুম সুলতানঃ জনগণের চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ১০ মে রবিবার থেকে সীমিত পরিসরে দোকানপাট, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা মেনে দোকানী প্রতিষ্ঠানগুলো খোলা রাখার ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দ বাজার পরিদর্শন করেন। সোমবার (১১ মে) সাইফুর রহমান রোড, মুজতবা আলী রোড এবং রবিবার (১০ মে) পশ্চিম বাজার, চৌমুহনা ও কোর্ট রোডে অবস্থিত দোকান পরিদর্শন কালে প্রতিটি দোকানে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানায় ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আনছার আহমেদ লেছু, বাংলাদেশ দোকান মালিক সমিতির মৌলভীবাজার শাখার আহবায়ক বকশি ইকবাল আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান রাহেল, মোঃ সাজিদ মিয়া, এম এ কাইয়ুম সুলতান, মেরাজ আলী,সুলতানুল ইসলাম প্রমুখ।