• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি : আগে আমরা যখন উড়ায়েছি রঙ্গিন ঘুড়ি

তোমরা তখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।

 

বাংলা সাহিত্যের অনন্য কবি সুফিয়া কামাল এর প্রয়ান দিবস উপলক্ষে সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও মায়াছবি সমাজকল্যাণ সংস্থার আয়োজনে আজ বিকেল ৩ ঘটিকায় পাঠাগারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সদস্য রিদয় আহমদ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপদেষ্ঠা সংগীত শিল্পী চম্পক ভট্টাচার্য, সদস্য শহিদুল ইসলাম ও ফয়জুর রহমান, কলি দেব,নুরুল ইসলাম, চিলেকোঠার সভাপতি জাকির হোসেন ও আবু তালেব।সভাপতি নুতন প্রজন্মকে কবি সুফিয়া কামাল এর কবিতা পাঠ করে শোনান এবং তাদেরকে এসব কবিতা হতে অনুপ্রেরনা গ্রহণের জন্য আহবান জানান।

আলোচনা সভা শেষে শহরের শিশু সংগঠক সাপ্তাহিক সমাচার এর সম্পাদক প্রিয়জন সফিউল ইসলাম সফি ভাইয়ের আলোকিত জীবন নিয়ে আলোচনা করা হয় এবং উনার রোগমুক্তি কামনা করা হয়।