নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল ও স্মরণীয় করে তুলতে সুধীজন, গুণীজন, আলেম-উলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের এক অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইনসানিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুর নুর ইমনের সঞ্চালনা এবং বিশিষ্ট সমাজকর্মী ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভাটি পুরো পরিবেশে উদ্দীপনা সৃষ্টি করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়া ট্রাস্টের চেয়ারম্যান আব্দুর নুর মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য দেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত মৌলভীবাজার জেলার আহ্বায়ক সাজ্জাদুর রহমান পিন্টু এবং তাহরিকে খাতমে নুবুওয়্যাত সিলেট আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাফসীরুল কোরআন মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, নৈতিকতা ও মানবসেবার চেতনাকে আরও শক্তিশালী করার অন্যতম মাধ্যম। বক্তারা মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, অতিথি আমন্ত্রণ, নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা এবং আয়োজনকে ঐতিহাসিকভাবে সফল করতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় ইনসানিয়া ট্রাস্ট, তাহরিকে খাতমে নুবুওয়্যাত মৌলভীবাজার ও সিলেটসহ সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ নেতৃত্ব, সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আয়োজকরা বলেন, আগামীর তাফসীরুল কোরআন মাহফিলকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি মৌলভীবাজারবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় রূপ নেবে বলে আশা করা হচ্ছে।