• ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ নাহিদের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ নাহিদের মৃত্যু

আব্দুস সামাদ সুমন: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৮ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শমসেরনগর রোডে মৌলভীবাজার পলিটেকনিকেল কলেজের সামনে টমটম এর সাথে মোটরবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান নাহিদ মিয়া (১৯)।

মারা যাওয়া নাহিদ পশ্চিম শ্যামেরকোনা এলাকার আনোয়ার মিয়ার ছোট ছেলে। পরিবারের স্বজনরা জানিয়েছেন, অল্প বয়সেই চঞ্চল, হাসিখুশি এবং পরোপকারী স্বভাবের জন্য নাহিদ এলাকার সবার কাছে পরিচিত ছিলেন।

সড়কে বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরে যাচ্ছে তরুণ প্রাণ। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি—তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে এবং দ্রুত নিরাপদ সড়কের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।