• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সচেতনতামূলক শোভাযাত্রা

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮

আবুল হায়দার তরিকঃ পরিচ্ছন্ন শহর আমাদের অঙ্গীকার’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা লক্ষ্যে মৌলভীবাজারে এক সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শণ করে।

গত বৃহস্পতিবার ১১ অক্টোবর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে শুরু হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান,

মৌলভীবাজার সরকারী কলেজ অধ্যক্ষ ড. মো ফজলুল আলী, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার পৌরসভা, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, পিটিআই, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহমোস্তফা কলেজ, স্কাউট ,গার্ল গাইডসহ  বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

শোভাযাত্রাটি শহরের চৌমোহনা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান।