• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে কিশোর ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
মৌলভীবাজারে কিশোর ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : এফআইভিডিবির কিশোর ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানস্থ খেলার মাঠে চুড়ান্ত পর্বের এ প্রতিযোগিতার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে মৌলভী চা বাগানের ব্যবস্থাপক নাদিম খান খেলার উদ্ধোধনী ঘোষনা করেন। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসমিয়া তারিফা চৌধুরী, সাপ্তাহিক জনপ্রত্যাশার নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি বেলাল তালুকদার, মৌলভী চা বাগানের সহকারী ব্যবস্থাপক মুর্শেদুল আলম শরিফ, হিসাব রক্ষন ও এডমিন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মনিটরিং অফিসার সাদিয়া সাদেকিন, সিলেটের প্রজেক্ট অফিসার সত্য নারায়ন নাইডু, মৌলভীবাজার জেলার প্রজেক্ট অফিসার সৈয়দা ইফফাত তানজিন, গিয়াসনগর ইউপি সদস্য ও বাগানের শিশু সুরুক্ষার সভাপতি রিনা তেলী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কিরণ বৈদ্য, মৌলভী চা বাগানের হেডক্লার্ক প্রদীপ কপালী, এছাড়া এফআইভিডিবির মাহমুদ হোসাইন, আব্দুল করিম, দিপু তাতী, মৌলভী চা বাগানের পঞ্চায়েত সভাপতি গিয়ান উরাং সাবেক সভাপতি গোপীনাথ সাধু।
খেলায় মৌলভীবাজার সদর উপজেলা কিশোর ক্লাবকে নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকায় ট্রাই ব্রেকারে ৫-২ গোলে হারিয়ে শ্রীমঙ্গল উপজেলা কিশোর ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে এফআইভিডিবি’র এমসিপিআই প্রকল্প আয়োজিত টুর্ণামেন্ট সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দল উভয়ে ট্রফি, প্রাইজ মানি, মেডেল, ক্রেষ্ট ও অন্যান্য পুরস্কার গ্রহন করে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অর্থায়নে এমসিপিআই-আন্তঃউপজেলা কিশোর দলের অংশগ্রহনে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে অন্যান্য দলদের মধ্যে খেলা শেষে ফাইনালে শ্রীমঙ্গল উপজেলার প্রতিনিধি হয়ে মির্জাপুর চা বাগান ও মৌলভীবাজার সদরের প্রতিনিধি হিসেবে মৌলভী চা বাগান দল ফাইনাল পর্বে ওঠে আসে। শেষে আন্তঃউপজেলা কিশোর ক্লাবের মধ্যকার চুড়ান্ত প্রতিদ্বন্ধীতায় মির্জাপুর চা বাগান কিশোর ক্লাব চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রচুর দর্শক সমাগমে মাঠে গড়ায় কিশোর ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুণামেন্টের ফাইনাল ম্যাচ। মধ্যবিরতিসহ টানা ১ ঘন্টার খেলায় উভয দলের কিশোররা চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে।
এছাড়াও মাঠে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দসহ ফুটবলপ্রেমী বিপুল দর্শকের সমাগম ছিল। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি, প্রাইজ মানি, ম্যাচ সেরাদের ম্যান অব দ্যা ম্যাচ, অংশগ্রহনকারী প্রত্যেককে মেডেল দেয়ার পাশাপাশি সেমিফাইনালে পরাজিত দুটি দলকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।