• ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে আন্ত-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০
মৌলভীবাজারে আন্ত-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটী ক্লাস্টার ২নং মনুমুখ ইউপির আয়োজনে পশ্চিম সাধুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় খেলা উদ্বোধন করেন,পশ্চিম সাধুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি এবং মনুমুখ ইউপি চেয়ারম্যান আবদুল হক শেফুল। আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোতাহার বিল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেলাল আহমদ বেলদার মিয়া,  সহকারী শিক্ষক অঞ্জন বৈদ্য, শাকিরুন নাহার খানম, ফরিদা বেগম।

দক্ষিণ ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিত দায়, সাধুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়কুমার দাশ, সরকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা ভট্টাচার্য, বাউরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খয়রুন্নেছা খানম, শ্রীধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বোরহান উদ্দিন, মনুমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি রাণী দাশ, রফিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ছবি বেগম, বাজরাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অমৃতা রাণী দাশ প্রমুখ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় মনুমুখ ইউনিয়নের ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।