• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: ‌‌‌’যদিও অস্ত্র নেই প্রশস্থ প্রতিজ্ঞা জ্বালো তবু আলোকিত হোক বোধি’ এ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের বিশ তম সম্মেলন গতকাল ২৮শে জুলাই সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ এর সভাপত্ত্বিতে সম্মেলন উদ্বোধন করেন জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব।
তপন দেবনাথ এর সঞ্চলনায় এতে অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এড.মো: মাসুক মিয়া,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রইসুজ্জামান, কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক দীপক শীল,সম্মেলেনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ।
সম্মেলনে বক্তারা বলেন- যখন ই এ দেশের রুগ্ন শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবী নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয় তখন ই এ ফ্যাসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রদের হাতুরী পেঠা করছে, এভাবে তাদের নাম পরিবর্তন হয়ে গেছে, জনগণ এখন তাদের হাতুরী লীগ নামে ডাকে।
বক্তারা আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন প্রতারক প্রতিষ্টানে পরিণত হয়েছে। এ ধারাকে বদলাতে হলে বাম ছাত্রদের শক্তিশালী করতে হবে।
পরে বিকালে কাউন্সিল অধিবেশনে তপন দেবনাথকে সভাপতি ও রাজন দেব কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।