• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে হতদরিদ্রদের মাঝে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ

admin
প্রকাশিত মে ১২, ২০২০
মৌলভীবাজারে হতদরিদ্রদের মাঝে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ

জিতু তালুকদার: “দুস্থ মানবতার পাশে অগ্রনী ব্যাংক লিমিটেড “এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে হতদরিদ্রদের মাঝে অগ্রনী ব্যাংক লিমিটেডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল শনিবার দুপুরে অগ্রনী ব্যাংকের এমডি ও সিইও বঙ্গবন্ধু কর্নারের নন্দিত উদ্ভাবক, মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ শামস-উল ইসলামের সার্বিক উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজারের অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এর আন্তরিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সাংসদ সদস্য- নেছার আহমদ এম পি,
বিশেষ অতিথি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, অর্থ প্রদান অনুষ্ঠানে প্রত্যেককে ৫শ টাকা করে ৪শ জনের মধ্যে ২ লাখ টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য যে,অগ্রনী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলামের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার শাহী ঈদগাহের কাজের জন্য ১লক্ষ ৬ হাজার ১টাকা, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নিকট নগদ প্রদান করা হয়।