• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: ত্রাণমন্ত্রী

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৮

দুর্যোগ কাটিয়ে ওঠার আগ পর্যন্ত বন্যা দুর্গতের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণের ত্রাণ রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের বড়হাট ও রাজনগরের কদমহাটা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রসাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী এদিন দুর্গতদের জন্য ৫শ’ টন চাল, নগদ ৩০ লাখ টাকা ও ১ হাজার বান টিন বরাদ্ধ দেন।

এর আগে সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের আরো সমন্বয়নের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার পরামর্শ দেন মন্ত্রী।

ত্রাণ বিতরণ ব্যবস্থানায় সমস্যা হচ্ছে এবং দুর্গত এলাকার সবাই ত্রাণ সহায়তা পাচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যা শুরু হওয়ার চার পাঁচ দিনের মধ্যে দুর্গতদের ত্রাণ পৌঁছানো চ্যালেঞ্জের বিষয় ছিল, তারপরও আমরা পেরেছি।