• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজারে স্পন্দন এর গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে জেলাব্যাপি চলছে গণস্বাক্ষর কর্মসূচি। মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ও সামাজিক সংগঠন স্পন্দন এর সহযোগিতায় আজ মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর কর্মসূচি। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মিসবাহ উল ইসলামের স্বাক্ষর এর মাধ্যমে সুচনা হয় আজকের স্বাক্ষর অভিযান। ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি তে যোগ দেন কলেজের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি সকলে। মৌলভীবাজার জেলা একটি মেডিকেল কলেজ বাস্তবায়ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন সহকারী শিক্ষক রানু কুমার তালুকদার , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সদস্য সচিব এম মুহিবুর রহমান , সমন্বয়ক ফয়ছল মনছুর , স্পন্দন সভাপতি ইহাম মোজাহিদ প্রমুখ। সভাপতিত্ব করেন স্পন্দন মৌলভীবাজার টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ। যুক্তরাজ্য থেকে মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব ড ওয়ালি তসর উদ্দিন ও এডমিন জনাব মকিস মনছুর আহমদ গণস্বাক্ষর কর্মসূচি সফল করায় সকল কে ধন্যবাদ জানিয়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন হউক এটাই সবার প্রত্যাশা।