• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাইয়ুম সুলতান: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্ভর শনিবার সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের নেতৃত্বে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুকিÍযোদ্ধা মোঃ অজিজুর রহমান, অতিরিক্ত পুুলিশ সুপার সরোয়ার আলম, জেলা সমবায় কর্মকর্তা দৌলত হোসেন। এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন হিলভিউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল তালুকদার, দুর্বার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি রিংকু চক্রবর্তী, প্রতীক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্য সৈয়দ সাইফুর রহমান, কচুয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি মুজিবুর রহমান, নতুন আশার আলো সমবায় সমিতির সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচনা সভায় সাংবাদিক, জন প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ট ৭টি সমিতির মধ্যে পুরষ্কার বিতরন করেন ।