• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ভোক্তা-অধিকার কর্তৃক তদারকি অভিযান, ৩ টি প্রতিষ্টানকে জরিমানা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২৩
মৌলভীবাজারে ভোক্তা-অধিকার কর্তৃক তদারকি অভিযান, ৩ টি প্রতিষ্টানকে জরিমানা

জিতু তালুকদার, মৌলভীবাজার: নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও মৌলভীবাজার সদর মডেল থানার ফোর্সের সহযোগিতায় ১৯ জুলাই (বুধবার) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুমবাগে অবস্থিত আজিজ ডিপাটমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, মাশাআল্লাহ স্টোরকে ২ হাজার টাকার, সুমা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অদ্যকার অভিযানে মোট ৩ টি প্রতিষ্টানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।