• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৮

শাহনেওয়াজ চৌধুরী সুমন : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি.আর.টি.এ) মৌলভীবাজার এর উদ্যেগে   “নিজের নিরাপত্তা সর্বাগ্রে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার (২২ অক্টোবর) সকালে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে মৌলভীবাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় ।

র‌্যালীতে বি.আর.টি.এ, জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা),বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার, মৌলভীবাজার গার্লস গাইড এসোসিয়েশনের সদস্যরাও অংশ গ্রহণ করেন ।  র‌্যালী শেষে জেলা প্রশাসক হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড.মো: ফজলুল আলী, বিআরটি সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ,প্রানীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: সেলিম প্রমুখ।