• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিলেন যারা

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮
মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিলেন যারা

শাহনেওয়াজ চৌধুরী সুমন : ম‌নোনয়ন প্রত্যাশী‌দের নানা প্রচার প্রচারণার মধ্য দি‌য়ে সূচনা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের নির্বাচনী হাওয়া । নানা জল্পনা-কল্পনা’র সময় পার ক‌রে নিজ নিজ দলীয় ম‌নোনয়ন পাওয়ার পর এবার শুরু হল ম‌নোনয়ন জমা দেয়ার পালা । এরই ধারাবা‌হিকতায় গত ২৮ নভেম্বর বুধবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্রসহ সকল দলের প্রার্থীরা। দলীয় ২১ প্রার্থী ছাড়াও সতন্ত্র ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে মৌলভীবাজার -১ আসন (বড়লেখা ও জুড়ি উপজেলা) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, জাতীয় পার্টি (এরশাদ) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী আহমদ রিয়াজ, জামায়াত ইসলামী সমর্থিত (সতন্ত্র) প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন ।  মৌলভীবাজার-১  জাতীয় সংসদের ২৩৫নং আসন এটি ।

মৌলভীবাজার -২ আসন (কুলাউড়া উপজেলা)  থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয়  ৬ প্রার্থী ছাড়াও সতন্ত্র ১ জন। হাফিজ মতিউর রহমান বাংলাদেশ ইসলামি আন্দোলন (পাখা), মৌলানা আসলাম হোসাইন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট (মিনার), এম.এম,শাহীন বিকল্পধারা, মহাজোট (নৌকা), প্রশান্ত দেব সানা,বাংলাদেশ ওয়াকারার্স পার্টি বামফন্ট (কুড়াল),সুলতান মোহাম্মদ মনসুর,গনফোরাম ঐক্যজোট (ধানের শীষ),আব্দুল মতিন,বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র (আনারস),এডভোকেট মাহবুবুল আলম জাপা এরশাদ (লাঙ্গল)।  মৌলভীবাজার-২ মূলত জাতীয় সংসদের ২৩৬ নং আসন ।

মৌলভীবাজার-৩ আসন (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় ৬ প্রার্থী ছাড়াও সতন্ত্র ২ জন । নেছার আহমদ (আওয়ামীলীগ) নৌকা, এম,নাসের রহমান (বি,এন,পি) ধানের শীর্ষ, বাংলাদেশ খেলাফত মজলিসের (ইসলামী জোট) লুতফুর রহমান কামালী,মাওলানা আহমদ বিলাল,বাসদের প্রার্থী এড. মোঃ মগনু মিয়া, সতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মছব্বির, রেজিনা নাসের, বি,এন,এফ এর আশা বিশ্বাস। মৌলভীবাজার-৩ জাতীয় সংসদের ২৩৭ নং আসন ।

মৌলভীবাজার-৪ আসন(শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা) মনোনয়ন পত্র দাখিল করেন দলীয় ৪ প্রার্থী ছাড়াও সতন্ত্র ১ জন। বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ  আওয়ামীলীগ(নৌকা) জাতীয়তাবাদী দল বিএনপি’ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও তার ছেলে মুঈদ আশিক চিশতী, গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শান্তিপদ ঘোষ,ইসলামী আন্দোলন বাংলাদেশ সালাউদ্দিন। জাতীয় সংসদের ২৩৮ নং আসন হল মৌলভীবাজার-৩  আসনটি ।