• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে সরকারি টাকায় জামাত কর্মীর ব্যক্তিগত রাস্তা করার পায়তারা করছেন গিয়াস নগরের চেয়ারম্যান !

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
মৌলভীবাজারে সরকারি টাকায় জামাত কর্মীর ব্যক্তিগত রাস্তা করার পায়তারা করছেন গিয়াস নগরের চেয়ারম্যান !

এস.এম.সাব্বির: সরকারি টাকায় নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জামায়াত কর্মীদের বাড়ির ব্যক্তিগত রাস্তা করে দিচ্ছেন সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা! ঘটনার বিবরণে জানা যায় গিয়াসনগর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা কদুপুরে তার নিকট আত্নীয় জামাত শিবিরের কর্মী মোফাজ্জল হোসেন, তোফাজ্জল হোসেন ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ময়নু হোসেনের বাড়ির ব্যক্তিগত রাস্তা করে দিতে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক রাস্তা নির্মানের চেষ্টা করছেন। সর্বশেষ এলজি এসপি-৩ এর আওতায় রাস্তাটি করতে চাইলে কোন রেকর্ডিয় রাস্তা না থাকায় ভূমি মালিক জিতু তালুকদার সহ অন্যান্যরা আপত্তি করেন। কিন্তু চেয়ারম্যান গোলাম মোস্তফা রাগান্বিত হয়ে গালিগালাজ করেন ও মামলা হামলার ভয় দেখান। এতে নিরুপায় হয়ে ভুমি মালিক জিতু তালুকদার গত ৭ জানুয়ারী নিজ ভূমি দিয়ে রাস্তার কাজ বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেন এবং এর অনুলিপি চেয়ারম্যান কে দেন। এতে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হয়ে ৯ জানুয়ারী সকালে মেম্বার গুরু প্রসাদ দের মাধ্যমে ইট বালু এনে ঘটনাস্থলে রাখলে গ্রাম বাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান গ্রামে আরও অনেক রেকর্ডের রাস্তা রয়েছে যেখানে ৭০/৮০ পরিবারের বাস,কিন্তু কোন উন্নয়ন হচ্ছে না। কিন্তু মাত্র একটি পরিবারের জন্য মৌজা ম্যাপে রাস্তা না থাকার পর ও সরকারি টাকায় হচ্ছে তা দুঃখ জনক।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গুরুপদ দে’র কাছে জানতে চাইলে তিনি বলেন, রেকর্ডে কোন রাস্তা আছে কিনা আমার জানা নেই, চেয়ারম্যান সাহেব বলতে পারবেন।
এব্যাপারে গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি কল রিসিভ করেন নি।