• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে মারা গেলেন আরও ৯ জন, নতুন শনাক্ত ১৭৩, সুস্থ হয়েছেন ১৬৭ জন

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১
সিলেটে মারা গেলেন আরও ৯ জন, নতুন শনাক্ত ১৭৩, সুস্থ হয়েছেন ১৬৭ জন

ওপেন আই ডট কম: সিলেটে করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টায় বেড়েছে রোগী শনাক্তের হার। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ রোববার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়,২৯ আগস্ট ২০২১ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১ জনসহ ৮ জনই সিলেট জেলায় মারা গেছেন। অপরজন মৌলভীবাজারের বাসিন্দা।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪০ জনসহ ১৫৪ জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।

৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১৭.৭১ ভাগ। গেল কয়েকদিনের তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়েছে।

সবমিলিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫২ হাজার ৫২৪ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৫১৮ জনসহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগী ৩২ হাজার ৪৮৩ জন। এছাড়া সুনামগঞ্জের ৬০৬৯ জন, মৌলভীবাজারের ৭৬৮৮ জন ও হবিগঞ্জের ৬২৮৪ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, করোনাক্রান্ত এসব রোগীদের মধ্যে ৪৩ হাজার ৭২ জন সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৭ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন