• ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
মৌলভীবাজারে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার শিশু একাডেমি মিলনায়তনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা,বৃক্ষরোপণ,আলোচনা সভা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহণে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। ১৮(অক্টোবর) শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসন মামুনুর রশীদের সভাপতিত্বে ও শির্ক্ষাথী নুসরাত খানম নওশীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার এর উপ পরিচালক মোঃ রুকন উদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ,সালেহ এলাহিকুটি প্রমুখ। শতাধিক শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিশুদের কে নিয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন কেক কেটে প্রায় তিন শতাধিক শিশুকে কেক খাওয়ান।