• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ দফা দাবীতে মৌলভীবাজারে ফারিয়া’র মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
৫ দফা দাবীতে মৌলভীবাজারে ফারিয়া’র মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে সাপ্তাহিক ছুটি, বেতনের যুক্তিসংগত সীমা নির্ধারণ ও চাকুরীর নিশ্চয়তা বিধানসহ ৫ দফা দাবীতে ফারিয়া (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৯শে অক্টোবর শনিবার দুপুর ১২টায়। বেলাল আহমদের সভাপতিত্বে ও অসিত দাসের সঞ্চালনায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে এবং পরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদর সভাপতি আমানুল্লাহ আমান, ইয়াছিন আহমদ, কাজল দেবনাথ, ফিরোজ হোসেন, ফয়সাল হোসেন প্রমূখ। বক্তারা- সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্য¯ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধানের দাবী প্রসঙ্গে যৌক্তিকতাসহ বিস্তারিত তুলে ধরে তা বাস্তবায়নের জোর দাবী জানান। বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত দুই শতাধিক প্রতিনিধি এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।