• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে একাটুনা ইউনিয়নকে বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত ঘোষনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
মৌলভীবাজারে একাটুনা ইউনিয়নকে বাল্যবিবাহ ও ভিক্ষুকমুক্ত ঘোষনা

ইমরান খানঃ  মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ৬নং একাটুনা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ও ভিক্ষুকমুক্ত ঘোষনা এবং দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ানের পরিচালনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নর্থ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গৌছ উদ্দীন নিক্সন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, সিতার আহমেদ, আখতার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকা বিপুল সংখ্যক লোকজন ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।