• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যানজটমুক্ত শহর ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজারে পুলিশের প্রচারণা

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০১৯
যানজটমুক্ত শহর ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজারে পুলিশের প্রচারণা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখতে ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের উদ্দ্যোগে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর দুপুরে শহরের সিলেট সড়কের পশ্চিমবাজার এলাকায় পুলিশ বক্সের সামন ও আশপাশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বরাদ্ধকৃত বিশেষ পোষাক ও লিফলেট বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন ও প্রচারণা কাজে অংশ নেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন, সাংবাদিক সালেহ এলাহি কুটি, এস এম উমেদ আলী, বকশী ইকবাল আহমদ, পৌর প্যানেল মেয়র ফয়ছল আহমদ, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সদর সালাউদ্দিন কাজল, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোহাম্মদ উল্যাহ, ট্রাফিক সার্জেন্ট শামসুজ্জামানসহ অ্যান্যরা উপস্থিত ছিলেন।