• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় মনিপুরি সম্প্রদায়ের ২৯ পরিবারকে খাদ্যসহায়তা দিল উপজেলা প্রশাসন

admin
প্রকাশিত মে ১৭, ২০২০
বড়লেখায় মনিপুরি সম্প্রদায়ের ২৯ পরিবারকে খাদ্যসহায়তা দিল উপজেলা প্রশাসন

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় করোনা পরিস্থিতিতে সংকটে থাকা মণিপুরি সম্প্রদায়ের গরীব, কর্মহীন ২৯ টি পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা আশা থেকে প্রাপ্ত ত্রাণ সহায়তা হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ।

রবিবার (১৭ মে) বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পুটাডর মনিপুরি পাড়া ও সমনভাগ মনিপুড়ি পাড়ায় এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি লবণ দেয়া হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।

উল্লেখ্য গত ১১ মে করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট নিরসনে আশার উদ্যোগে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।