• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিজান উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করায় অপপ্রচার করছেন সদস্য প্রার্থী ফখরুল ইসলাম

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১
নিজান উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করায় অপপ্রচার করছেন সদস্য প্রার্থী ফখরুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি:  ৩য় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৭জন প্রার্থী ২রা নভেম্বর রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মোমিন বরাবর ইউপি সদস্যের মনোনয়নপত্র জমা দেন । এর মধ্যে মোঃ নিজান উদ্দিন একজন। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ই নভেম্বর তাহার অভিবাবক ও স্থানীয় মুরব্বিগণের অনুরোধে তিনি তাহার মনোনয়ন প্রত্যাহার করেন ।

মনোনয়ন প্রত্যাহার করার পর ঐ ওয়ার্ডের সদস্য প্রার্থী ফখরুল ইসলাম ও তার কুচক্রী মহল বিভিন্ন ভাবে অপপ্রচার করছে এই বলে যে, নিজাম উদ্দিন মোটা অংকের টাকার বিনিময়ে মনোনয়ন প্রত্যাহার করেন এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। এছাড়াও তিনি এবং তার ভাই সহ এই কুচক্রীমহল বিভিন্ন ভাবে নিজাম উদ্দিনের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।

এব্যাপারে নিজাম উদ্দিন জানান, তিনি মামলার পূর্বে ৭ দিনের সময় দিয়ে ফখরুল ইসলাম ও তার সহযোগিদের উকিল নোটিশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে তাদের বিরুদ্ধে ফৌজদারী কিংবা দেওয়ানী যেকোন আদালতে মামলা করবো।

এ ব্যাপারে সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি অসুস্থ, আমি এ রকম কোন অপপ্রচার করিনি।